Caregivers Healthcare Limited is a healthcare provider organization.
The main objectives of this organization is to provide employment of trained skilled caregivers from all caregiver institutes of the country and provide health care to critically sick and overage through that trained caregivers.
VISION
To help people live a healthy life of independence on their own terms
কেয়ারগিভারস হেলথকেয়ার লিমিটেড
ক) দৈনন্দিন জীবন যাপনে বিভিন্ন কাজে সহায়তা করা যেমন- গোসল, খাওয়া-দাওয়া, সাজ-সজ্জা , ড্রেসিং, ইত্যাদি ।
খ) পজিশন পরিবর্তন অথবা একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর ।
গ) সেবাগ্রহীতার নিরাপত্তা প্রদান করা ।
ঘ) দৈনন্দিন জীবন যাপনে এবং বিবিধ কর্মকান্ডে সহয়তা প্রদান যেমন- আর্থিক হিসাব নিকাশ, ঔষধপত্র ব্যবস্থাপনা, ট্রান্সপোর্টেশন ব্যবস্থাপনা, শপিং, টেলিফোন বা অন্যান্য যোগাযোগকারী যন্ত্রপাতি ব্যবহারে সহয়তা, গৃহস্থালির কাজকর্ম এবং রক্ষণবেক্ষণ।
ঙ) সেবাগ্রহীতার যে কোন ব্যবহার পরিবর্তন এবং স্বাস্থ্যগত পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং তাৎক্ষনিকভাবে হেলথকেয়ার টীমকে অবহিত করা
ক) সেবাগ্রহীতার জন্য প্রস্তুতকৃত কেয়ার প্লান অনুসরন করা ।
খ) সেবার যন্ত্রপাতিসমূহ পরিষ্কার করা ও রক্ষণাবেক্ষণ ।
গ) ভাইটাল সাইন সমূহ পরিমাপ করা, রেকর্ড করা এবং যথাস্থানে রিপোর্ট করা ।
ঘ) ক্ষতস্থানের যত্ন নেয়া ।
ঙ) অক্সিজেন, থেরাপি, সাকশন, নেবুলাইজেশন ইত্যাদি প্রদান করা ।
চ) প্রয়োজন অনুযায়ী ঠাণ্ডা অথবা গরম থেরাপি প্রয়োগ করা ।
ছ) সেবাগ্রহীতাকে ব্যায়াম করানো অথবা ফিজিওথেরাপি প্রদান করা ।
জ) সেবাগ্রহীতার চোখ, মুখ ও কানের যত্ন নেয়া ।
ঝ) অন্যান্য সেবাদানকারী যেমন - সোশ্যাল ওয়ার্কার ফিজিওথেরাপি এমপ্লয়ার, টিচার্সদের সাথে পরামর্শ করা।
ক) বাসা - বাড়ী পরিবর্তনের সময় কেয়ারগিভারের ব্যবহার্য জিনিস পত্র গুছিয়ে যত্ন করা।
খ) খাদ্য প্রস্তুতকরনে পরিবারকে পরামর্শ দেওয়া।
ক) আনন্দফুর্তি, চিত্তবিনোদন এবং বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য সাহায্য করা এবং বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়া।
খ) বিভিন্ন প্রকার খেলাধুলা ও আনন্দ ভ্রমনের বন্দোবস্ত করা।
গ) সেবাগ্রহীতাকে স্বাধীনভাবে জীবনযাপন রান্না-বান্না, শপিং, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি কাজ করতে সক্ষম করে তোলা।
ক) বিছানা তৈরি করা ।
খ) খাদ্য পরিবেশন করা।
গ) বাসস্থান পরিপাটি ও গোছানো ।
ঘ) বিভিন্ন সরবরাহ (Supplies) ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ।
ঙ) পুষ্টিকর খাদ্য প্রস্তুতে সহায়তা করা এবং পরিবেশন করা।
১ .কেয়ারগিভারকে সার্বিক নিরাপত্তা প্রদান করা।
২. কেয়ারগিভারকে যথাযথ সন্মান প্রদান করা এবং শারীরিক অথবা মানষিক লাঞ্চনা না করা।
৩. কেয়ারগিভারের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ উত্থাপিত হলে তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করা।
৪. কেয়ারগিভারের সেবার মান মুল্যায়ন করে কেয়ারগিভারস হেলথকেয়ারকে অবহিত করা।
৫. নির্দিষ্ট সেবাগ্রহীতা ব্যতীত পরিবারের অন্য কোন সদস্যের কাজে কেয়ারগিভারকে ব্যবহার না করা।
৬. কেয়ারগিভারের নির্ধারিত পেশাগত কাজের বাইরে অন্য কোন কাজে তাকে নিয়োগ না করা।